আমার যে আর মন লাগেনা কাজেতে
মনটাকে তুলে রেখেছি ঘুলঘুলির এক খাঁজেতে।


মেলা থেকে ম্যাজিক কিনে লাগিয়ে দিতাম তাক
দুষ্টু লোকদের ভ্যানিশ করতে লাগ ভেলকি লাগ।


বারো টাকার দুরবীন চোখে হাতে রাখতাম চাঁদ
চাঁদের কণা কানে বলতো এগুলো বিজনেসেরই ফাঁদ।


কচুপাতার রস খাওয়ালে প্রিয় প্রজাপতি নেশাতুর
প্রিয় বন্ধুরা ভালো নয়,ঝড় উঠলেই বহুদুর।


কেসি নাগের বাঁদরটা তেলচুপচুপে লাঠি নিয়ে কি জ্বালাতো
নীচে নামুক বাঁদর টাকে এবারে ঠিক ভাগাবো।