শালপাতা ঠোঙাতে বিটনুন ছোঁয়াতে,
হয়ে গেলো নোনতা ও টক- ঝাল -মিষ্টি।
জাহাজটা আটকে,সাইরেনটা বাজাতে,
ছেড়ে দিলো বন্দর,মানলো না কিছুতেই।
ঝড়-জল-বিষ্টি,আমি কতো ডাকলাম।
বুড়িমা-র ফুলঝুরি,হাউই টা জ্বালালাম।
রুমালের হাওয়া- তে প্রজাপতি ওড়ালাম।
একা একা বন্দরে কতো বাল্ব পোড়ালাম।
প্রজাপতি ,হাউইরা ফিরে এসে জানালো,
পায়নি ওরা মাস্তুলের নাগাল-ও।
তারপর একে একে রুকস্যাক ওঠালো।
এক কোণে ডেকে এক প্রস্তাব শোনালো।
কম্পাস ফেলে দিয়ে সাথে তুই আসবি?
দিনে প্রজাপতি আর রাতে হাউই হোয়ে হাসবি?