যে দেশে যে জায়গাতে তোর পা পৌঁছোবে,
সেখান থেকেই যেন চোরের মতো লুকিয়ে,
পালাতে হয়,অভিশাপ দিলাম আমি সাধারন।
চারচিনারের মাঝখানে তে আমার ঘাঁটি এখন।
রহমান,বিসমিল,সুমতি রা গরম রুটি দিয়ে যায়।
আমার সারা গায়ে আয়না লাগানো,তাই চিন্তা নেই
সবার হাসি,কথা ঠিকরে যাচ্ছে, নানান কোণে।
তোমার মাথার উপর উড়তে থাকা সিগাল,আমারই চর।
বুক টা ঠুকরে কুষ্ঠ রোগ সারাবে তোর,ব্যাস
তারপর কাজ শেষ আমার,তুই-ও তারপর শুনবি
নিজের কান্না।