বিলিতি আমড়া আর ঝাল-নুনে শেষ হওয়া
মিঠে দুপুরের গালে আচারের হালকা ছোঁয়া।
কাঠি আচার আর কমলা লেবুর খোসায় মনে ,
আসে প্রিয় বন্ধুটিকে,কেমন আছিস রান্নাবাটি?
দূরের হাওড়া ব্রীজ হাই তোলে,পায়রাদের
ডানায় আর কফি-র ধোঁয়া গভীর করে দেয়
অন্ধকার ,আর ট্রামে-র আওয়াজ ঘুম ভাঙিয়ে দিলে,
আমি চুরি করে রাখি এক টুকরো আদর।