আজ রাতে মেঘ সমুদ্রে এসেছে নেমে
যারা বলেছিল সাথে যাবে
বৃষ্টিকে ছোঁবে
যে যার মত ফিরে গেছে
বৃষ্টি আসেনি বলে
তারা সমুদ্র দেখেনি
মেঘ ঘন রাত
যুবতীর খোলা বুক অমানিশা ত্বকে
আমি উন্মুখ হয়ে থাকি
সর্বনাশের মুঠো ঝড় ঢেউ টেনে আনি
মাখি নোনা জল চারিদিক বিদ্যুতে মাখি
একা উল্কাকে ছোঁবে নীল
আমি তাই ঠোঁটে আঁকি এঁকে রাখি
মেঘ থই থই শ্রাবণ আসে নেমে
তুমি আসবে শুনে
আজ তবু উল্কারা নামেনি ...