তোমার কবিতায় আমি দেখেছিলাম  
নির্জন বনমধ্যে একগুচ্ছ অর্কিডের স্নান
তোমার লেখায় ...
পাগলাঝোরার ভেজা স্তনরেখায়
এক অদ্ভূত বিন্দু বিন্দু জলের ঘ্রাণ
তোমার কবিতায় আমি যৌবন দেখেছিলাম  


ভাগ্যিস ...
তুমি পৃথক একটা রাষ্ট্র বা রাজ্য চাওনি
আজকাল কেউ কেউ বিচ্ছিন্ন হতে চান
এখন তোমার বয়স কম
যাও, প্রবল বর্ষণে স্নাত হও
তারপর প্রতিরোধ গড়ে তুলুক প্রাণ
এখন কবিতায় যৌবনের সময়


স্বপ্ন দেখি এক অভিন্ন পৃথিবীর
জল, স্থল ... অন্তরীক্ষ
সব মিলেমিশে একাকার
বিশ্বাস করি যৌবন জীবনেরই এক নাম
কারণ, তোমার জীবনে আমি যৌবন দেখেছিলাম