রাণীমাসি ভাল আছ ! অনেক বছর পর ...
দেখে এলাম একতলায় বিছানা স্টোর রুমে
ভাঙা ছাতা দেওয়াল জঞ্জাল
মাকড়শা জাল ধূলোর আস্তরণে, নি:সঙ্গ
বিশড়পাড়ার একটি স্টেশন পর ...


ছোট্টকালে ...
গল্প বলার রাত হয়ে যায় একটু পরে
ঘুমের ঘোরে উদোম হাঁটা
তোমার হাতটি ধরে
তুমি তখন কত ?  পনেরো কিংম্বা ষোলোই হবে !
যুবার প্রেমে লুকিয়ে তুমি প্রায়ই বাগান ধার
শীতের ভোরেও তখন তোমার গুপ্ত অভিসার
আদর ক'রে বলতে -বাবু ভালই হবে বল !
ঘাড় নেড়েছি ছোট্ট করে
যেমন দেখি বাবা অনেক সময় মিথ্যে বলে


সিগারেট ছাই উড়িয়ে দিয়ে ছাত্রজীবন শেষে
দেখা হল রাণীমাসির মলিন সাদা বেশে
- আঠেরো বছর পেরিয়ে এলি, কেমন হল বল ?
আকাশ ভাঙা মেঘগুলো সব তোমার চোখে জল


ছোট্টবেলার তুমুল বৃষ্টি ঝড়ের মাঝরাতে
শুইয়ে ছিলে নরম ক'রে মোমের বিছানাতে
ছুটন্ত বাজ আছড়ে পড়ে তোমার খোলা বুকে
আঁধার মাঝে ভয় কাটানো উষ্ণ শরীর, মুখে
বলেছিলে -বাবু এবার ভয়টা কোথায় বল !
মুখ নেড়েছি আলতো ক'রে
যেমন দেখি ছেলে অনেক সময় ভয়ে করে ৷


কেমন আছ রাণীমাসি,জীবন খাতার শেষে !
চুপিচুপি দেখে এলাম ...শয্যাশায়ী, নি:সঙ্গ
বিশরপাড়ার একটি স্টেশন পর ...



( খুশীর পবিত্র ঈদের শুভেচ্ছা এবং
   শুভকামনা জানাই ৷ সকলের জীবন
  সুখময় এবং সমৃদ্ধশালী হোক এই
  কামনা সহ আজকের এই নিবেদন  )