যারা গুহা মন্দিরকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালায় মসজিদে অবিশ্রান্ত ভাবে
যারা গুরুদ্বারে বোমা নিক্ষেপ করে
গির্জায় আত্মবিস্ফোরণে ছিন্ন বিচ্ছিন্ন হতে চায়
তাদের লক্ষ্য একটাই
তারা প্রভু হতে চায়
আসলে তারা ভয়ে ভীত
ভয়ঙ্কর দুঃস্বপ্ন তাদের প্রার্থনায় ৷ ভয় ৷
যদি মানুষ ঈশ্বরকে ছুঁয়ে ফেলে
যদি মানুষ মানুষকে ছুঁয়ে ফেলে
যদি মানুষ আনন্দে হেসে খেলে বেড়ায়
তবে তাদের প্রভুত্ব সংকটময়
তাই অমরনাথ থেকে ক্রাইস্টচার্চ
স্কটল্যান্ড থেকে কলম্বো সর্বত্র শোনা যায়
বন্দুকের গুলি আর মারণ বোমার শব্দ
বাতাসে বরফের মত ওড়ে ধ্বস্ত দেবস্থানের ধূলো
রক্তের ধারা ছড়িয়ে পড়ে দুনিয়ায়
কারো দেহ দাহ হয় কারো বা নিখোঁজ
কারো টুকরো শরীর হয় কফনে দাফন
যারা ঈশ্বরকে চায় তারা এবারে বড় জব্দ !
পিশাচেরা হো হো করে ভীষণ হেসে ওঠে
অন্যদিকে একা একা হাসেন ঈশ্বর
ওরা নির্বোধ !
একদিন এক হয়ে যাবে ক'টা নদী ক'টি দেশ
অসহায় মানুষেরা পরস্পরকে ছুঁয়ে যাবে
প্রলয়ে প্লাবিত হবে সব
এই সব ঘৃণা এই ক্ষমাহীন যত বিদ্বেষ
যারা দেখে প্রভুত্বের খোয়াব
যারা হত্যা করে
যাদের আঘাতে রক্তাক্ত মানুষের হৃদয়
এখনও দেখেনি যারা অশনির সংকেত
সুনিশ্চিত ওদেরও পরাজয়