দু'শ বছর বয়সে এসে
             লাঞ্ছিত ও ক্ষুব্ধ
লুকিয়ে দেখেন বিদ্যাসাগর
           ...কন্ঠ অবরুব্ধ !


মানুষগুলো অশান্ত সব
           চুলোয় গেছে শিক্ষা
ধূলোয় মিশে সভ্য হওয়ার
           শিষ্ট রওয়ার দীক্ষা


বর্মে সাজে, শিরস্ত্রাণে
          ধর্মে-জিরাফ যুদ্ধ
যেমন আছেন বিদ্যাসাগর
         ...বামিয়ানের বুদ্ধ !


উড়ছে বালি ভয়ঙ্করের
           চাপছে নীতি, সত্য
উটের মত মুখ গোঁজাটাও
           যুদ্ধকালীন শর্ত


হীরক দেশে লড়াই চলে
              মন্ত্রী সেপাই মুগ্ধ
পালিয়ে বাঁচেন বিদ্যাসাগর
          ...তোমরা কর যুদ্ধ !