মহাকাশ তুমি নক্ষত্রের নকশা বুনতে বুনতে
বিস্মৃত, যে পরম পিতা এখনও অপেক্ষমান
এখনও অসম্পূর্ণ অসংখ্য পুরুষের নির্মাণ
ভুলে গেছ, নীহারিকা মানে যে স্বাতী নক্ষত্র
আর প্রতিক্ষণে অসামান্য উল্কা বৃষ্টির পর
তাদের নাম ... এক একটি কন্যা সন্তান !
সেদিনের সেই অর্ধ নির্মিত পুরুষেরা আজ
বড় নির্মম বড় স্বার্থপর পৃথিবী প্রকৃতিময়
একবার চেয়ে দেখ মহাকাশ, সেই বিস্মৃত
বৃদ্ধ পরম পিতার চোখে কতবার জল বয়
মাটিতে চাপা কত নিষ্প্রাণ আধফোটা চাঁদ
তুমি কান পেতে শোনো মহাকাশ, শোনো
কান্নার অভিমান, শোনো রাতের আর্তনাদ !