আকাশ বলেছে যাও,গাছ বলেছে যাও
পাখিরা বলল যাও, ঘরে যাও
নদীও বলল যাও
শুধু মানুষ বলল তাই
আমি ঘাস বুনে যাই
আমি ঘাস বুনে যাই নদীর বাঁধে
নীরবে ও অক্লান্ত
তোমরা বলেছ, শুভম !
আমি বলি, তা ভ্রান্ত'  
তোমরা হৃদয়ে রঙ দিয়ে 4থাকো
বরং দিয়ে যাও বাহু জুড়ে
আমি গাছ বুনে যাই নদীর বাঁকে
বসন্তে ও রোদে পুড়ে
এখন আর মাঝি নেই চরাচরে
কেউ বলে না যে, খেয়া চাই
তোমরা মাতো অন্নভোগে
আমি ঘাসে মাথা রাখি, খাই
আমি উৎসবে দেখি নদীর ভাঙন
উৎসবে দেখি বান
তোমরা গাইছ ভালবাসা আলো
আমি, কষ্ট নদীর গান ...