মঙ্গলবারে কাঁকন গাঁয়ে লোক জমেছে খুব
কারণ কী তা জানে সবাই আছে কে উজবুক
ধোপা-নাপিত সবাই আছে মোড়লরা সব কাত
এই হপ্তায় জবর লড়াই কেয়াবাত্ কেয়াবাত্
ঠান্ডা আছে তামাক আছে সঙ্গে পানের পাতা
শেষ দুপুরের গরম রোদে শতেক গামছা ছাতা
হাঁক পাড়লেন মোড়ল মশাই দুই মোরগের নামে
একটি তৈরী ডান পাশেতে অন্যটি সেই বামে
পায়ের আগায় রপ্ত বাঁধন তপ্ত লোহার ছুরি
রে রে করে তাড়িয়ে নিয়ে তাতিয়ে দিলে বুড়ি
দুই মোরগের ধোলাই মগজ মাঠের ধুলোয় ভরা
জানছে তারা জুটছে দানা জমির লড়াই করা
লাফায় মোরগ ঝাঁপায় মোরগ একে অন্যের বুকে
বাজছে তালি শিষের সাথে জয়োল্লাসের সুখে
আঘাত ঠোঁটে আঘাত মুখে রুক্ষ মাঠেও ক্ষত
হয়না অবাক ধূসর আকাশ ডানা ঝাপটায় কত
বেলা তখন শেষ হয়েছে বইছে বাতাস মিঠে
বিঁধল ছুরি একটির বুকে আরেকটিরও পিঠে
জলের দরে রক্তধারা জমির মাঝে মেশে
কঁকিয়ে উঠে দুই মোরগই নিথর হল শেষে
হতাশ বুড়ি হতাশ মোড়ল হতাশ গাঁয়ের লোক
অমীমাংসিত মোরগ লড়াই, নতুন করে হোক
!
শেষ লড়াইটা কাল হোক বা আগামী হপ্তায়
সব গাঁয়েতে এমনি করে মোরগেরই প্রাণ যায়