(১) প্রতিবেশী :
বাছাই করা খাচ্ছ আটা, জন্ম থেকেই মারছ বুলি
বাঁধছ বোমা ইচ্ছেমত উড়িয়ে দেবে আমার
খুলি


(২) ভাষাজোর :
দেশের যত বাসিগুলো ভরছে সেরা ফুলের স্তবক
মন্ত্র নিলেই মন্ত্রীমশাই, 'শিক্ষা' তখন হচ্ছে 'সবক্'


(৩) বিপর্যয় :
দেয়াল জুড়ে লিখছ কবি সব কবিতা চলবে
যদি
গ্যাসের ঝাঁঝ গন্ধ নাকে ছলাৎ ছলে হলদে নদী  


(৪) অবৈষম্য :
চাকরি নিয়ে বিশ্ব জুড়ে চড়াম চড়াম ঘুরছি গোরু
দড়াম দড়াম রান্নাঘরে বাটনা বাটে আমার জরু


(৫) নকশাল :
আঁধার হাঁটি মাদারহাটই, বাংলা এ দেশের
খাঁটি
আগুন হাতে খেলেছি তবু সঙ্গে দিও একটু মাটি