ভেবেছিলাম সে বিশেষ মানুষ
তাই খুব সাধারণ কিছু
তাকে তো দেওয়া যায় না
ভেবেছিলাম তাকে সাজিয়ে দেব
আমার অনেক ভালোলাগা
সোনার খাপের প্রিয় ঝর্ণা কলম
দুর্দান্ত একটা প্রেমের কবিতার বই
সুনীলের লেখা মীর্জা গালিব
কিম্বা সুন্দর একটা হাত আয়না
তাতে থাকবে ফরাসি কারুকাজ
যা সহজে পাওয়া যায় না
ভাবতে ভাবতে আলসেমিতে
পেয়ে বসা বিকেল হ'ল সন্ধ্যে
কখন রাত গড়াল
রাতের পর রাত তারপর বছর
আরও অনেকগুলো বছর .....
বনবিবির বনে, মাধুকরী
শাড়ি, সালোয়ার, ওড়না
তার জ্যোৎস্না রাতের গয়না
উপহারগুলো সাজতে থাকে
মনের ভেতর একা একাই
জমতে থাকে বায়না
ঈশ্বরের দিব্যি, আলসেমিটা
আজও আমার যায় না