তুমি লক্ষ্মীকে ডাকো  
একটু বসুক পাশে
লক্ষ্মীর বাবা শোনে
আর নি:শব্দে হাসে
লক্ষ্মীর মা আঁচল টেনে
প্রাণপনে মান ঢাকে
বাসনপত্র কোলের শিশু
মেঝেয় সরিয়ে রাখে
লক্ষ্মীর দিদি সরস্বতী
জীর্ণ জামায় হাসি
আট বাই দশ ঘরে
বড় বাঁচতে ভালবাসি
লক্ষ্মী এখন বছর আটেক
কতই বা আর বড়ো !
মাটির লক্ষ্মী তিন সারি
কোণে লক্ষ্মী জড়োসড়ো
দু'দিন বাদে লক্ষ্মীপূজো
উৎসবের এই মাসে
লক্ষ্মীর বাবা লক্ষ্মী বানায়
লক্ষ্মী কোথায় আসে ?
"আয় লক্ষ্মী কাছে আয়",
বাবা আদর করে ডাকে
লক্ষ্মীর হাতে বাড়াই টাকা
বায়না করি মা'কে !