আবার সেই বসন্তের সেরা উৎসব
লাল নীল হলুদ সবুজ গেরুয়া হয়ে
আজো পেরিয়ে চলেছি হাজারো চেনা
অচেনা নানা বর্ণের মুখচ্ছবির ভীড়
মিতা, কবে নিয়ে যাবে শ্রাবস্তী নগরী
জেনে নাও কোথায় রাপ্তি নদীর তীর
না না, আঠেরো কোটি স্বর্ণমুদ্রা নয়
আমি চাই ধনী শ্রেষ্ঠ সুদত্তের সাক্ষাৎ
তাকে বলতে চাই, হে অনাথপিন্ডিক,
পনেরো কোটি গৃহহীন শিশুদের মুখে
অনুগ্রহ করে অন্ন তুলে দাও, যেমন
তুলে দিতে ভগবান বুদ্ধের কথায় ...
তারপর বৃক্ষ হয়ে পূনর্জন্ম নেওয়ার
আগে, বাতাসে ছড়িয়ে দেব পলাশ
শিমুলের সহস্র বীজ ... মুঠো মুঠো
বসন্তের সেরা উৎসবে সামিল হবে
অন্ন বস্ত্রহীন বিপন্ন শৈশব জীবন ...
পবিত্র জ্যোৎস্নালোকের পথে
এরপর ... নিশ্চিন্তের অবগাহন !