(১)
টেকচাঁদের ওই লম্বা নাক
সন্ধে সকাল শুনছ কী ডাক
দিল্লী থেকে লাড্ডু কিনে
যাচ্ছে নাকি এবার চীনে
হোক ওরাও হোক রুদ্ধবাক্ !
(২)
যায় যায় টেকচাঁদ সরখেল
নাড়ি নেই ধুকপুক সব ফেল
জ্যৈষ্ঠির ষষ্ঠীতে
একটিপ-ই নস্যিতে
মেখে খেয়ে আম দই কদবেল !
(৩)
টেকচাঁদ বনে গেলে বেশ হয়
বাঘমামা ভয়ে বলে আর নয়
শিয়ালেরা ছোটে জোরে
বানরের মাথা ঘোরে
ঘুষ-ঘুষে কাকেরও খুব ভয় !
(৪)
আকাশের পথে ছোটে উল্কারা
দ্রুত তাও বাঙালির 'পুল' করা
টেকচাঁদ মুখ বুঁজে
বাঙালির 'লেগ' খুঁজে
দেখে নেয় কার কোন 'ভুল' ধরা !