প্রিয় বা অপ্রিয় মনুষ্যেতর সৃষ্টিকর্তা,


        উপলব্ধি করি বাইরে সমস্তটাই যথাযথ
        সবটুকুই যথেচ্ছ
        বা ঠিকঠাক, পক্ষপাতদুষ্ট;
        কিন্তু অন্তরে,
        অসীম, অতল খাদ
        আগুন চাপা ছাইঢাকা প্রান্তর
        ছুটছে দেহ অশেষ পথ পার,
        ক্লান্ত, হিংস্র মন শল্য চিকিৎসক
        যন্ত্রণা ব্রাত্য, বাতিল দলে
        যান্ত্রিকতা প্রাণের বিনিময়,
        ফুসফুস ফুঁড়ে জীবাশ্ম ছাপ
        বিলুপ্তির মাইলফলক ছড়িয়ে ছিটিয়ে
        সবুজের গোরস্থান মাড়িয়ে
        আকাশ ছোঁয়া উইয়ের ঢিবি;
        সম্পর্কের ঘেন্না নিকোটিন
        জংধরা মর্মর স্থাপত্য,
        বৃথা অতিরিক্ত সময় ধার
        ঋণের ভার, ধুঁকছে ভবিষ্যৎ
        মারণ রোগ, প্রায়শ্চিত্ত
        অশ্লীল মন্ত্র উচ্চারণ
        প্রার্থনা করি।


        প্রার্থনা করি...হে স্রষ্টা
        হে পালক...
        আর সৃষ্টি নয়, আর পালন নয়
        এবার ধ্বংস কর।
        ধ্বংস হোক।
                               ইতি
                                     -মনুষ্যত্ব
  
পুণশ্চঃ-
        ধ্বংস হোক
        নতুন সৃষ্টির দাবীতে
        নতুন সৃষ্টির প্রয়োজনে,
        আশায় বুক বেঁধে রইলাম
        আমরা যত ইতর, পুরনো,মৃতপ্রায়।


        উত্তর দিও...