অন্ত মিল যুক্ত, মূলত অন্তানুপ্রাস এর প্রয়োগ বাংলা কবিতা তে ই বেশি, ইংরাজি বা সংস্কৃত কবিতাতে এর আধিক্য কম। নদীমাতৃক বাঙলার অনুকূল পরিস্হিতি বাঙালি জাতিকে এক বিশেষ মৌলিক বৈশিষ্ট্য দিয়েছে। বাঙালির কান তাই অন্ত মিল পূর্ণ ত্রিপদী পায়ারের সাথেই অভ্যস্ত। একটু আলাদা কিছু বাঙালি কানে মধু ঝরাতে ব্যর্থ হয়।


কিন্তু আমার কখনো মনে হয় যে, এই অন্ত মিল যুক্ত ছড়ার ছন্দ কবিতার ভাবকে লঘু করে দেয়। কঠিন রূঢ় বাস্তব বলা যেন এর কাজ নয়। আপনাদের কি মনে হয়?


যারা এই ছাড়ার ছন্দে অনেক বড় কিছু্ লিখেগেছেন তাদের কাব্য প্রতিভা অশেষ তাতে কোনো সন্দেহনেই। তারা বিপুল প্রতিভাধর।। আজকের সময় এমন কবি কম।


আপনারা এই বিষয়ে মন্তব্য করে বিষয় টিতে আলোকপাত করবেন এই আশা রাখছি।।
ধন্যবাদ।।।।


বিতর্ক এড়াতে পাঠ সম্পাদন করলাম, শুধু এই বিষয়ে দৃষ্টি আকর্ষন করবার জন্যে এই লেখা।