ভূপতিত ছায়ার জঙ্গল থেকে উড়ে যায় মৌমাছি আকাশ ঘেরা নীল সাগরে,
পাখির আদলে ভেসে আবার  বাড়ির রাস্তায় ফিরে আসার গল্পে কিছুটা হাফসে যাওয়া পথিকের মতো।
জল খুঁজে নেই সাময়িক স্বস্তির বাসনায়।
শরীরের চামড়ার ভেতর  দিন সরিয়ে রাত  ;
রাত সরিয়ে দিনের ছায়ায় আবার মাথা গুজি।
অন্ধকার, ভালো লাগে পথিকের, ক্রমান্বয়ে হ্রাস হয়ে যাওয়ার আনন্দে।
বাতাসের মতো ফুরিয়ে গেলে পাখিদের নিয়ে যাবো নীল আকাশে।