আমি দেখেছি অসহায় গোঙানি,
দু চোখে বোবা চাউনি।
আমিই দেখেছি সাফল্যের উল্লাসে
দুচোখে আনন্দের ঝিলিক।
আমি কান পেতে শুনেছি
পুবের আকাশে সূর্যোদয়ের সাথে
রাতচরা পাথিদের শব্দ মিলিয়ে যেতে,
আবার সূর্য পাটে গেলে
পাখিরা ক্লান্ত শরীরে কীভাবে
কিচির- মিচির করতে করতে ঘরে ফেরে,
তারও সাক্ষী সেই আমিই।
মানুষই মানুষকে ডোবায়,
তখন তার অন্তর থেকে বেড়িয়ে
আসে আদিম আমি।
আবার, দেখেছি বিপন্ন মানুষের সামনে
বুককে হিমালয় করে পেতে দিতেও।
আমি অনেক দেখেছি,
দেখে দেখে শিখেছি।
শুধু, আজও অদেখা রয়ে গেছে,
সন্তানহারা মায়ের দুঃখকে
মন থেকে মুছে দিতে পারার ক্ষমতা।