হে কবিগুরু, তোমার  লেখনিতে ছিল
পরশ পাথরের ছোঁয়া,
তার পরশে আমরা আজ আর কৃপণ নই,
জীবনের পাত্রখানা  উজার করে  উৎসর্গ করেছি আমাদের জীবন দেবতাকে,
তাতেই ভরে গেছে তাঁর সোনার তরী,
আমার  নাইবা হল ভবসাগর পার হওয়া।
হয়ত, পথ চলতে হঠাৎ কোথাও দেখা হয়ে যাবে তোমার সাথে,
যেখানে আমরা সবাই রাজা।
আমরা মুগ্ধ হব
কোন সুদর্শনার দিব্য দ্যুতিতে
অথবা রক্তকরবীর সাজে
কোন নন্দিনীকে দেখে,
জেগে উঠবে প্রাণ,
তবু, জাগবে না লালসা,
কারণ তুমি দিয়েছ মহামন্ত্র- বাণী
‘ সত্যেরে লও সহজে’।