আজকাল যখনই লিখতে বসছি
তখনই কলমের শাণিত নিব
অজান্তেই খুঁচিয়ে দিচ্ছে
ওদের অপরাধী সত্তায়,
খুলে পড়ছে মুখোশ-
অনাবৃত হচ্ছে ভেতরের কঙ্কাল-
তা অতি ভয়ানক।
আমার গলা টিপতে আসে ওরা,
কলমের লক্ষ্মণরেখাকে টপকাতে না পেরে
ওরা গণ্ডির ওপার থেকে দেয়
অশ্রাব্য গালি-
অন্তর ঘৃণায় কেঁদে বলে,
কলম এবার খাপে ভরো কবি।


তখনই হুঙ্কার ছাড়ে বিবেক,
মসী যখন হয়েছে শাণিত অসি,
ব্যবহার কর আরও তাকে,
খসাও সকল শঠের মুখোশ-
এ তোমার সামাজিক দায়-
তাই কলম ধরে আবার কবি ।