চশমার আড়ালে এলোমেলো চোখ
দূরে গ্রামের আলপথ আর এদিকে এসি রুম
মিলিয়ে মিশিয়ে দিচ্ছি বৌদ্ধ কলম উপহারে
এক জীবন, দুই জীবন, সহস্র ঠোঁটের হাসিতে
মুখরিত হচ্ছে গুম্ফার কুয়াশা জীবনের ঘুম।
ব্যাংক ব্যালেন্স নয়,
সারা জীবন শুধু তোমায় বসন্ত মাখাবো বলে
এলোমেলো কাটিয়ে দিলাম অপত্য ভালোবাসায়।
বড্ড পরাবাস্তব, প্রতিটি জীবনের দুর্বোধ্যতা।
শান্তিহীন স্তবের কাঞ্চনজঙ্ঘার গতিপথ।
তবু অপেক্ষা, কতদূর, কোথায় গেলে
তোমার আদুরে রডোডেনড্রন চোখে
একটিবার চুমুস্পর্শ করব, আজীবনের কবিতা।