ক্লিশে লাগছে শ্যাওলা ধূসর ঐ চূড়া শ্বেত।
কিচ্ছু ভালো লাগছে না মন, তোমায় ছাড়া...
কী হবে এই কটেজ সাম্রাজ্য, আমি তোমাকে চাই
অস্থির। মন, আমি বড্ড অস্থির, আমার তোমায় চাই
ভাললাগছে না কিচ্ছু, কিচ্ছুটি না।


দাঁড়ালাম কফি হাতে সামনের সিঁড়ি রাজপথে,
দেখলাম দূরে ঐ ছাদে
এক মূর্তিমান দাঁড়িয়ে, পাশে নিবেদিতা
আজও বুঝিয়ে দিচ্ছে ভারত গড়ার পথ...


মন তুমি প্রেম ভালোবাসার ঊর্দ্ধে একবার
ভারতবর্ষ গড়ার জন্যও আমার পাশে দাঁড়াতে
একবার এসো মন, এ কটেজ তোমার জন্য অপেক্ষায়


যৌনতার পেরিয়েও ভালোবাসায় পাহাড়ি ফুল জন্মায়
সবাই রমন বোঝে, নদীর ঐশ্বরিকতা আজও অন্ধকারে
সে কেবল জানে চাঁদ পাহাড়...