মন, পরিচয়হীন তুমি। আদরের সীমান্ত পেরিয়েছো।
একাকী লিখতে না পারার ইচ্ছাকে বসন্ত করে
তুমিও নাজরানা ছড়িয়ে দিলে, অভিলাষে। গজলনামায়...
লিখতেই হবে বলে যে পাগল রোজ ক্ষ্যাপায়
সে ক্ষ্যাপার মৃত্যু রোমান্টিক হয়নি, কালো দিনে।
তবু এখানে কবর কাননে শায়িত হিন্দু দেহের খ্রিস্ট নিয়ম...
বৌদ্ধ কতটা হিন্দু, কতটা বৌদ্ধ তা ব্যালেন্স করতে করতে
সম্পত্তির জন্ম হয়েছে। শান্তি থমকে গ্যাছে।


অথচ ঐ ক্ষ্যাপা শুধু ভালোবাসার জন্য বেঁচে ছিল
তোমরা ভুল করে নাম দিয়েছিলে – রবীন্দ্রনাথ।