মৃত কার্সিনোমা পেরিয়ে এলে জন্মায় সুকুমার বাল্যরস
আলস্যযোজন বাস্তিল দুর্গে বিপ্লব হয়, প্রত্যহ সমীপে—
হৈ হৈ করে ভুল আমলকির চুলে খুঁজে পাই নীল অহং
ছোট্ট ফ্ল্যাটের এদিক ওদিক গ্যালারি নেই, সীমান্তবর্তী।
এপিটাফের উপর গোলমরিচ লতা, তেজপাতার চা গন্ধ
তোমার পলক যুগলে জেগেছে, অন্ধকারের নদী।
সব ঝুট হ্যায় বলে যে জলসমগ্র সমুদ্র-উপন্যাসে মিশেছে
তাকেও নারকেল নিয়ে ফিরতে হবে, শুভাগমনে
আড়ষ্ট হাতে ফেলে দিতে হবে ষোলো লাশ। প্রতিবাদে...


এতোই যদি ভালোবাসো, আমাকে কটেজ করেছিলে কেন
মানুষ জন্ম দিতে পারতে, একবার আমিও মানুষ হতাম অরণ্যে...