তুমিও এ পথেই আরোহণরত, মন
আজ তোমার পথ আলাদা, আমারও
তবু আমি আগ্নেয়বুকে তোমায় রাখি
মন
আমি তোমায় অনুভব করি, দার্জিলিং ফ্লেভারে
তোমার স্নিগ্ধ চোখ
নীলাভ স্বপ্নকে স্পর্শ করি, অতীন্দ্রীয় অনুভূতি।


আসলে সন্ধ্যার দীপ তোমার নয়
তুমি এ পাহাড়কে মেকি ভেবে
শহুরে সাম্রাজ্যের লিপস্টিকে হারিয়ে গেলে,


অথচ দ্যাখো একদিন শহর থেকে যখন অরণ্যে এলাম
তুমি হেঁসে বলেছিলে, ‘তুমি এখানে থাকতে পারবে না...’


আমি ভুলেই গেছিলাম মন, তুমি নদী, তোমার গতি নিম্নমুখী
আমি পাহাড়, আমার ধর্ম শাসন
তবু আমি ভালোবাসাকে শাসন করিনি, লালন করেছি—মন।