আবেগমেঘকে প্রশ্ন করেছ, ও কেন গুমড়ে মরে
বসন্তেই তো জীবনের পাতারা শুকিয়ে ঝরে।
তবু পুজো আসে শরৎকালে, মানুষের হাসিদিন
জীবন আসলে রঙিন, তুমি ভাবো সে প্রাচীন।
ধর্ষিত হয় হাজার নারী, কাব্যনদী বয়ে চলে
ঐ পুরস্কারের ভিড়েও কান্না নারী কথা বলে।


আমি ভেসে যাই, লখিন্দরের পাশাপাশি রোজ
এ যুগের বেহুলারাই মনসা, নেয় না তো খোঁজ।
মুখিয়ে থাকে আক্রমণ করার জন্য বহুকাল ধরে
আত্মার শিক্ষা কবে পূর্ণ হবে, এভাবেই যায় মরে।
মেধাকেশ ফেলে রেখেছে রাস্তার এধার-ওধার
কেবলই কেন শিব হয়ে পুরুষ সামলায় সংসার!


লক্ষ্মীবারে ফুলের সাজে জেগে ওঠে গৃহসামিয়ানা
হাসি মুখে নারীর এগিয়ে আসা, আব্দারটুকু জানা...