পরিযায়ী রং ঘোড়ার গ্রীবায়।
এ ঘর থেকে ও ঘরে যেতে
হারিয়ে যায় পান্ডুলিপি
লেটারপ্রেসের করোনা টীকা।
আস্তিনে জেগে ওঠে মাইনে ঘাম
ক্যাশলেস চুমুও বিট্রে করছে
দাদা, দিদি, পিসি ভাইপোর যুগে।


তবু অফিস ফেরত জল চাইলে
তুমি নদী এনে দাও সন্ধ্যা হাতে,
এত খাটনির ঘড় কাব্যে জন্মায়
গোঁসাই সুর, লাগানের আমির খান
আর রাইস ব্রান তেলের ফ্রাই।


আজও পান্ডুলিপি দিতে পারিনি বিসর্জন
মনোলগ পলাশ গাছের কোটরে
রেখে এসেছি।


কাল কিং কোবরা জন্মাবেই।