অসুরশীত নম্র হয় শুভেচ্ছার স্রোত-বিহনে
আরোগ্য চিতা আত্মহত্যার আগেই স্থির
বিচারাধীন ভালোবাসা ক্রমশ ম্লানকাব্য
সাজিয়ে গুছিয়ে যে সকল আড়ম্বর কাব্য
নামিয়ে রেখেছিলাম পড়ার ফুলশয্যায়
সে সব তিস্তার কান্নায় ভেসেছে, আশৈশব।


এখন কুয়াশার চলচ্চিত্রে খুঁজি অন্ধকার প্রেক্ষাগৃহ
ইতিউতি আলোচনাসভার সুর বাজতেই বুঝি
তোমার আলেখ্য প্রেম আমার ঠোঁটে ব্যর্থ চিকিৎসা


সমস্ত ভালোবাসার ওষুধ হয় না, মৃত্যু অবশ্যম্ভাবী...