শিরায় হাজার বছরের বৃদ্ধ, মৃত্যু লিখছি—বসন্ত এসেছে বলে...
অবুঝ হাঁটা পথ, দূরবর্তী সমুদ্রের কম্পন এনেছিল চার্চের পায়রা ডানা
খুনি চোখকে আস্বাদন করেছি ভাষার আনন্দে।
লিখতে না পারা সে সমস্ত পঙক্তিরাই একদিন মানুষ জন্ম নেবে,
এপিটাফে লুকিয়ে থাকা মেঘ কান্নারা জন্ম দেবে গোলাপ-লাল।


কালো নেমে আসছে গণিতের পাতায়,
অবিরত দিন-রাত জানে ঐতিহাসিক স্থাপত্য
বাসাভালোর কোলাজ মাত্র।
চক্রব্যূহের ভালোবাসা লুকিয়ে জঠরের দশমাসে...