মুহূর্ত মেঘ ভেসেছে ট্রামলাইনের ওপারে ল্যাম্পপোস্টে
ময়দানের বৃষ্টি দেখছে ঠোঁট আশাতীত, অন্ধকারাচ্ছন্ন
তবু মায়া জেগে থাকে সুখে, আশ্রয় নিশানার চুলে
গালাগালির নরম আলোয় তুমি উঠে আসো শাড়ি, নখ
বিছানা এলোমেলো মানেই সোহাগ নয়, আদরিনা


তোমার কষ্টরা পাগল করে দেয় উত্তাল সমুদ্রকে, প্রতিদিন
সকলে তোমার রূপ দ্যাখে, মন নয়।


মন তো কবেই দিয়ে দিয়েছো আমায়,
আমি এখন আকাশের চাঁদ, আর তুমি জীবিত ভালোবাসা...