খুঁজে পাওয়া সেই দুপুর
পায়ে পরা সেই নুপুর
তোমায় দিলাম আবার
তোমায় দিলাম।


তুমি কী দেবে আমায়
আকাশের তারা
চোখের বৃষ্টিসাগর
মনের ইশারা।


তুমি কী দেবে আমায়
আকাশের তারা
চোখের বৃষ্টিসাগর
মনের ইশারা।


সাগরে মিশছে নদী
হারিয়ে যাই যদি
খুঁজে পাবে সবটুকু মনপাহাড়।
সবই তো তাহার
সবই তো তাহার
ভেসে যাওয়া নুপুর
খুঁজে পাওয়া সেই দুপুর।


ভাবনারা আসে
ভালো থাকবো কীভাবে
ভাবনারা বাঁচে
ভালো থাকার স্বভাবে।


ঝগড়াঝাটি
হেসেই লুটোপুটি
সবই তোমার মায়া
সবই-প্রেমের ছায়া।


এসো মাথা রাখো
বুকের এই কোণে
পকেটে স্বপ্ন আছে
চুমুরা মনে মনে।


যে পাখি উড়ে যায়
বাসায় তার ছানা
কে বলে আনন্দে
কাঁদতে মানা।


আমি তোমার জন্য
সব জন্মেই বন্য,
মুক্তোর কষ্টরা
বাষ্পেরই ঘোড়া
ফিরে এসো
ভালোবেসো
এটুকুই চেয়ে যাও
আমাকে ভাবাও
ভালোবাসার স্রোত
ধাবিত আদরপোত।


খুঁজে পাওয়া সেই দুপুর
পায়ে পরা সেই নুপুর
তোমায় দিলাম আবার
তোমায় দিলাম।