হেরে যাওয়ার পর জন্ম নেয় স্বপ্ন।
একটা একটা করে মৃত শরীর
জং ধরে যাওয়া সম্পর্ক
বয়সরেখায় লেগে থাকা শেষ চুমু
পরবর্তীর স্বপ্ন জন্ম দিয়ে
বীজ করে রেখে গ্যাছে
কবিতার নতুন আরোগ্য।


হেরে যাওয়ার মূলে
অনেক ভুল ও কপাল রয়ে যায়।
ভবিষ্যৎ দ্রষ্টা হতে পারলে
বলে দিতাম সামনেই তোমার মৃত্যু।
আচমকা মৃত্যু।
বলতে পারবো না।


জানি আবার হারব,
তবু চুপ করে থাকবো,
চুপ করে থাকবো,
হেরে যাওয়ার পর চুপ করে থাকব।


ভালোবাসলে আবার ফিরবে
নতুন দেহে, পুরোনো আত্মা নিয়ে
আদররেখায়।