আরব্যরজনীর স্বপ্নগুলো সাধারণ সিংহাসনে বসিয়ে
ঘুমিয়ে নিয়েছি বিশ্বকাপের মঞ্চে।
ফুটবল খেলছে ভারতবর্ষ।
গুছিয়ে নিচ্ছে ভারতবর্ষ।
কোটি কোটি টাকার বিজ্ঞাপন,
সরকারি আরাম,
আর মুখে কত্ত কষ্ট তোমাদের জন্য গণতন্ত্র।
কতটা মিথ্যা বলতে পারলে
জন্ম নেয় অসুর,
দুর্গা সব দেখছে ভারত।


ফুটবল খেলুক বা না খেলুক
ধর্মের নামে
বিনোদন গুছিয়ে নিচ্ছে ভোটের আগে।


ভোট আর বিশ্বকাপ মিলিয়ে দিও না ভারত
এই দেশ বুঝবে না সেই জয়
যে জয় বাংলাদেশ পেয়েছিল রক্ত দিয়ে
জীবন্ত আগ্নেয়গিরির ভাষায়।