জনবহুল ব্রিজের মাঝে আমার কবিতারা।
নীচ দিয়ে রেলপথ। জনস্রোত। গন্তব্য-চিন্তা।
আরোগ্য লাভের সূর্য ও বেঙ্গালুরুর বেড
অপেক্ষা করে ফিরে আসা কলকাতার সমাহারে
খুঁজে পাওয়া রবি ঠাকুরের বিদীর্ণ শব্দরাশি।


একাই দাঁড়িয়ে নেতাজী। গোলবাড়ির কষামাংস...
তবু রক্ত চায় প্রিয়। স্বাদ পূরণের জন্য লালসাহীন


কেবল আরও একবার মা বলে ডাকতে চাই
একাকী...