জঙ্গলের মাঝপথে বসলে
বৃষ্টিপ্রভাত স্পর্শ করে আজন্ম।
ধূসর ঠোঁটে ফার্নের হাসি লেগেছে
কুয়াশা পেরিয়ে উষ্ণ লুচি তরকারি
আদুরে মিষ্টির ঘ্রাণ
চিবুকে ছুঁয়ে দিয়েছে সুর ও গীতবিতান।


দীর্ঘদিন পরে পাঞ্জাবির বোতামে
তোমার নেলপলিশের তুলি
মধ্যবিত্তের সরণীকে করেছে আকাশচুম্বী।


অরণ্যপ্রাণের চায়ে অতিক্রম করেছি দূষিত কলকাতা।
সর্বভুক শহুরে আলোয় প্রাণ নেই
টাকার প্রলোভন আছে।


এখানে দুপুরের মাংসভাতে
কেন জানি না,
মায়ের আঁচল খুঁজে পাচ্ছি
বোরোলি খেলা করছে স্মৃতিপুকুরে।


অগ্রাহ্য করে বার্দ্ধক্য
সুধারস পান করেছি।


মধ্যবিত্তের এটুকুই সাধ
হাসিমুখের সন্তান
আর
সুন্দর শান্তির নীড়।


আমার সাধ কবিতা হয়ে যাওয়া
ঐ পূর্ণিমার রাতে চাঁদের বুকে।