১.
জয় হিন্দ, জয় হিন্দ বলে পতাকা উত্তোলন সমাপ্ত।
চুপ করে বসে থাকি মায়ের বুকে, রক্ত মেখে।
এখানে বরফ নেই, মরুভূমি নেই
অপেক্ষা করছে প্রেমিকার হাসি মুখ।


২.
চন্দননগরের রাস্তায় জগদ্ধাত্রী
দাঁড়িয়ে আছে অস্থির সময়ে।
বাঁচা মরার এই গণতন্ত্রে শান্তি নেই নারীর।


গণতন্ত্র থেকে প্রজাতন্ত্র কতটা দূরত্ব!
কতটা এগিয়ে আমাদের শৈশব,
ভবিতব্য!


অর্থনৈতিক কালো সময়ে হিসেব কঠিন প্রজাতন্ত্রের।


৩.
প্রোগ্রাম চলতে থাকুক পাড়ায়, গঞ্জে, মফস্বলে, ক্লাবে।
ত্রিরঙ্গা আমাদের জীবন মরণ ও বাঁচার প্রতীক। আমাদের ভারত।


আমার ইন্ডিয়া মাখানো মাংস ভাত তোলা থাক,
এ বছর সরস্বতী পুজো খুব কাছে,
বাকী সাজ, সংগৃহীত টাকা সেদিন খরচ হবে,


বাঙালির আজ বড্ড মাসের শেষ


৪.
নেহেরু টুপি থেকে ইন্দিরা গান্ধীর বক্তৃতা মিস করছে
যে স্বাধীনতা সংগ্রামী তাকে ব্যালেন্স করতেই
নতুন কালো রঙের কমলা ফ্যাশনে ট্রেন্ড ইন


সবটাই ট্রেন্ডি ইতিহাস
আমার ভারতবর্ষ কিছু না বুঝলেও
পণ্য দাসত্বের অনুপ্রবেশকারীর কোন এনআরসি নেই,


রাজনীতির ভারতবর্ষ কর্পোরেট ব্যবসা বুঝেছে।


৫.
নেতাজীর সাথে সিরাজের মিটিং-এর ছবি তুলতে যাবো
মধ্য মেধার ভারত এসব বোঝার চেষ্টা করো না...
© সোমাদ্রি সাহা 2020