দূরে অন্ধকার,
সূর্যাস্ত।
হেঁটে চলেছি অকৃত্রিম
জিভ শুকনো।


শরণার্থী ভেবো না
পালিয়েছি ডিটেনশন থেকে।


কবিতার মেঘ
ওখানে প্রবেশ করেনি।


এই গ্রামে তোমার স্পর্শ আছে
তুমি আছো। কবর মায়ায়।
এখানে তোমার পাশে
আজীবন রইলাম।