একাই ভেসেছি গাঙুরের জলে।
বেহুলা শিক্ষিত এ যুগের হাওয়ায়...
বোকা বোকা লাগে তার এসব
উপাখ্যান তাই আর লেখা হলো না।
হাসপাতালের অ্যান্টি ভেনামের বদলে
নস্টালজিক ভেলায়, চাঁদ এসে লাগছে।


কোনও সওদাগর নেই, নেই মনসার চোখ
কন্টাক্ট লেন্সের যুগে এসব সিরিয়াল কিলার...


ভেসেই চলেছি নারীর জন্য, নিহত শরীরে


নারী তুমি দুর্গা হয়ে মারতেই শিখেছো
কবে আদর করবে – আবার...