বাইরে কৃষ্ণনাম, অজস্র পা হেঁটে চলেছে সংকীর্তনে...
চুপ করে ইচ্ছাপাখির চোখে অপেক্ষা
একবার শৃঙ্গাররসে ভাসিয়ে দেবে, মধ্যমগ্রাম থেকে বনগা।
বৃক্ষগুলোকে বাঁচাতে পারিনি, শিকড়ে বারুদ
সব কেমন যেন গুলিয়ে ওঠে ভোটের ডিউটিতে এসে।
হঠাৎ ঘুম ভেঙে গেলে উঠে বসি।
বাথরুম করে এসে ভাবি। ভাবতে থাকি। কবি তো দূর কথা
আমি নিজেকেই চিন্তে পারিনি।


আমি তো চৈতন্য পরবর্তী।
আমি তো অভিসার...