যীশু দেখছে সান্টার মতো রবিকে
বৈতালিক চলছে স্মৃতিতে...


জেগে উঠছে কবর কঙ্কাল
বো ব্যারাকে তোমার গন্ধ লেগে
কথা ছিল আরও একবার
নতুন করে মোজায়
জেগে উঠবে চুমুর কৃষ্ণচূড়া


মিঠি কমলালেবুর রোদে
খুনশুটি চলতে থাকে
চামড়ার আয়ুপথে


এসো কলকাতায় শীতে
আরও একবার
চিড়িয়াখানার কেক, লুচি তরকারী খাই


ইচ্ছা তো সান্টার মতোই একদিবসী