অন্ধকার চলে গ্যাছে
আলো জমেছে পাঁজরের বাঁ কোণে।
ভয় নেই একলা ঘরের দেশে।
কথা বলছে কার্নিশ গাছ
করি বর্গা দেখছে
জলের বোতলটা বলছে
আজ থ্রিলার দেখবে না!
চানাচুর বাটিটা নামিয়ে
ছাদে গেলাম।


কুলের বীজ, টমেটোর বীজ
ধনে ও মটর দানার মতোই
ছড়িয়ে দিলাম।


অজানা পাখিটা অপেক্ষা করছে
রঙিন মাছ হলিডে ফুড চাইছে
কিন্তু বুচকাই নামক পোষ্য চুপ


চুপ পাড়া।
শুনছি মানুষ ভয় পাচ্ছে
কিন্তু একবারও গাইছে না
We shall over come