গজলের ধ্বনিতে নরম সন্ধ্যা তোমার ঠোঁটে
আলোরঙের গোলাপ মাখিয়ে হেসে উঠতেই
মন
আমার সমস্ত দুঃখ হরণ করে নিলে ভাঙা খাটে
আমার কম্বল বালিশে দীর্ঘকবিতা আলিঙ্গন
কঠিন শব্দের অংশীদার কুজন জড়িয়ে, অমলতাসে
মন
অভিসারিকার আবেশে ভেসে চলি তোমার প্রাণেই
সুর সুধার আরোগ্য রজনীতে রূপকথা চুলমালায়
লাল ক্যাবিনেটের ঘুমন্ত প্রেম পত্রে লিখলাম—স্নিগ্ধতা
মন, একবার চাঁদকে দেখো
আলবেলা উপন্যাস ঐতিহাসিক সত্য হবেই, আহিস্থা...