শুকনো পাতার জলবিন্দুতে তোমার ধাত্রী মুখ
আদিম গুহার জ্ঞানবৃন্ততে জাগায় নদীপথ,
অবুঝ মনে করা সব্জিওয়ালি জানে
আলেকজান্ডারের নাম তার জন্য শব্দকল্প
সে ফিরছে তার আমজাদের জন্য
ঘরে।
আমজাদ তার সন্তানসম স্বামী
আমজাদ তার পুত্রসম শোক
আমজাদ তার প্রাক্তন সুখ


আমিনা আজ মানে না খুঁজেও বৈধ নারী
জয় চায় না নারী
নারী ভালোবাসা চায় প্রতিদিন
উদযাপনের স্রাবকাব্যে...