কাল বলব ভেবেছিলাম,
সব কথা বলতে নেই পিডিএফ-এর মতো
বসন্ত না এলেও থাকুক ক্ষত।
নিজের মতো।


গালোয়ান উপত্যকায় তোমায় দেখেছি
স্বপ্নে বা নারীর সাথে বা একা
তুমি তো বৌদ্ধ, সারনাথেই হবে দেখা।


জয়সালমিরের ঐ কারুকাজের মতো
গলায় কবিতার শিকড়
মানুষ খোঁজে টাকা
খুঁজে চলি আকর মাখা।


ভালো খাবারের রেসিপিতে জড়িয়ে থাকুক লেখা
বইমেলা হচ্ছে বলেই আবার করব দেখা।