আসতে আসতে সকাল নেমে আসছে অন্ধকারে
সিংহ, চিতারা অপেক্ষারত
এই ক্ষুধা জঙ্গলে জল চাই বাইসন, ওয়াইল্ডার বিস্টের
প্রাণ চাই। আলোর প্রখরতা নয়।
প্রকৃতির নিয়ম মেঘ স্নাত করুক
আরোগ্য আসুক নব প্রাণে, জন্ম হোক নব প্রসব
ভাসুক স্নান গান, ভাসুক বজ্রচোখ
আজ বড্ড আলোর দরকার।


বৃষ্টির প্রথম গন্ধরা ভাবুক করে তুলুক ময়ূরকে
ময়ূরীরা তো গ্রীষ্ম বর্ষা সবেতেই মৃতপ্রায়
অনেকটা আমার তোমার ঘরের মায়ের মতো, মেয়ের মতো


নারী তুমি তো আলো চাও না, তুমি চাও সুখ, অনন্ত...