কালো মেঘ, সাদা মেঘ পেরিয়ে
বিষণ্ন কোলাহলের শান্তিতে পাহাড়িয়া দুর্গা ফিরছে
বোঝাই কাঠপাপ নিয়ে জ্বালানি হবে কৈলাসে
অথবা
ধ্যানস্থ  অসীমের  কাছাকাছি
এসো কোলাহল
শান্তি মুখের জল স্পর্শ করি নদীঘ্রাণে
সব কথা লিখলেও দূষণহীন মন মুখ পাইনি
কুসুম মাখা কলকাতায়


মনকে খুঁজতে যাব না বলেই আমিও ধ্যানস্থ  ঈশ্বর