আলো দিনের রঙিন হাওয়া, মধ্যমণির ছাই
বাজি রাতে কালী ঠাকুর আর তোমাকে চাই।


নাই বা পেলাম নতুন করে, নতুন শহরকথা
তোমার কন্ঠে জড়িয়ে আছে প্রেমের রূপকথা।


তুমি এখন প্রদীপ জ্বালো, মিষ্টি এক বাতিঘর
দীপাবলির শুভেচ্ছাতে পূর্ণ অমা নিশির স্বর।


সব অন্ধ মানস অবসান হোক, সমস্ত রাতব্যাপি
এসো একটু দুষ্টুমি করি, লোক যতই বলুক পাপি।


তোমায় আমি কী বা দিতে পারি, আনন্দের রাতে
বাঙালি সেল ফাটাচ্ছে, সারমেয় প্রেমহীন সংঘাতে।


একটু ডগির কথা ভাবতে থাকো, মন জুড়ে, সুরে
মা কালী তো শক্তি বেশে তোমার এই শরীরে...


নারীকে পুজো করতেই হবে, নারীরও শিব চাই
মনের সোনা, প্লিজ রাগ করো না, কোথায় পালাই!